গোলের পরে রোনাল্ডোর উদযাপন। ছবি-সোশাল মিডিয়া থেকে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়াধ সিজন কাপের ফাইনালে তীব্র সমালোচিত হয়েছিলেন। আল হিলাল সমর্থকদের ‘মেসি-মেসি’ ধ্বনিতে মেজাজ হারিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ”আমি এখানে খেলতে এসেছি। মেসি নয়।”
সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) শেষ ষোলোর লড়াইয়ে গোল করলেন আল ফাইহার বিরুদ্ধে। নতুন মাইলস্টোন গড়লেন, নতুন উদযাপনও করলেন তিনি। রোনাল্ডোর গোলেই ম্যাচ জেতে আল নাসের। রোনাল্ডো ধরা দিলেন চেনাপরিচিত অবতারে।
৮১ মিনিটে গোলটি করেন রোনাল্ডো। সেই গোলের সুবাদেই আল নাসের ১-০ গোলে হারায় আল ফাইহাকে। চলতি বছরে রোনাল্ডোর এটি প্রথম গোল। পর্তুগিজ মহানায়কের ক্লাব কেরিয়ারে এটা হাজার-তম ম্যাচ ছিল। মাইলস্টোনের সেই ম্যাচে রোনাল্ডো গোল করায় তাঁর গোলের সংখ্যা হল ৮৭৪। ২০০২ থেকে ২০২৪, প্রতিবছরই গোল করে আসছেন সিআর সেভেন।
Ronaldo finally used this celebration again😍
— Freddy (@freddyCR7LA) February 14, 2024
নতুন বছরে নতুনভাবে উদযাপন করতে দেখা গিয়েছে রোনাল্ডোকে। গোলের পরে যে সেলিব্রেশন সাধারণত করতে দেখা যায় ‘সিআর সেভেন’কে, সেই চেনা পরিচিত ‘সিউ’ সেলিব্রেশন করতে দেখা যায়নি রোনাল্ডোকে। সাধারণত গোলের পরে কিছুটা দৌড়নোর পরে শূন্যে লাফিয়ে মাটিতে নামার সময় আড়াআড়িভাবে হাত দুটি শরীরের দুই পাশে নামিয়ে আনেন রোনাল্ডো। যা তাঁর ট্রেডমার্ক সেলিব্রেশন।
আল ফাইহার বিরুদ্ধে গোলের পরে রোনাল্ডোকে ‘স্লিপ সেলিব্রেশন’ করতে দেখা গিয়েছে। এর আগেও রোনাল্ডো জাতীয় দলের হয়ে এই ‘স্লিপ সেলিব্রেশন’ করেছেন। লুক্সেমবার্গের বিরুদ্ধে পর্তুগাল ৬-০ গোলে জিতেছিল। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন সিআর সেভেন। তার পরে এই ‘স্লিপ সেলিব্রেশন’ করতে দেখা গিয়েছিল তাঁকে। আসলে গোলের পরে তিনি যে মানসিক ভাবে তৃপ্ত সেটা বোঝানোর জন্যই রোনাল্ডো হয়তো নতুন সেলিব্রেশন করলেন।
পর্তুগিজ তারকা সোশাল মিডিয়ায় লিখেছেন, ”শেষ ষোলোর শুরুতেই জয় পেয়েছি। দলের সবাই নিজেদের উজাড় করে দিয়েছে।”
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.