সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগের (Kolkata League) ম্যাচে জয় পেল মহামেডান (Mohammedan Sporting Club)। রবিবার ঘরের মাঠে পিয়ারলেসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সাদা-কালো জার্সিধারীরা। টানটান ম্যাচে সেয়ানে সেয়ানে টক্কর দেয় দুই দলই। পিছিয়ে পড়ার পরেও দুরন্ত ভাবে ম্যাচে ফিরে আসে মহামেডান। অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে ম্যাচ জিতে নেয় ক্লাবটি।
ঘরের মাঠে খেলতে নেমেও বিপক্ষের দাপটে চাপে পড়ে যায় মহামেডান। মাত্র ৪ মিনিটের মধ্যে গোল করে ফেলে পিয়ারলেস (Peerless)। ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েও পালটা লড়াই শুরু করেন ডেভিডরা। ২৬ মিনিটের মাথায় সমতা ফেরায় মহামেডান। গোল করেন ডেভিড। ১-১ ফলে শেষ হয় প্রথমার্ধ।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লাগাতার একে অপরকে টক্কর দিতে থাকে দুই দল। তবে একের পর এক কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি মহামেডান। বিপক্ষের ঘরের মাঠে নেমেও গোল করার মরিয়া চেষ্টা ছিল পিয়ারলসের খেলোয়াড়দের মধ্যেও। মহামেডানের চেয়েও বেশি আক্রমণ ছিল তাদের। দ্বিতীয়ার্ধের শেষ পর্যন্তও গোল আসেনি দুই দলের কোনও খেলোয়াড়ের পা থেকেই।
ইনজুরি টাইম শুরু হওয়ার পর মহামেডানের ভাগ্যে শিকে ছেঁড়ে। চলতি মরশুমের প্রথম গোল করেন দলের অধিনায়ক সামাদ। ৯৮ মিনিটে তাঁর গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে মহামেডান। এই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে গ্রুপ এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল মহামেডান। ১৩ পয়েন্ট পেয়ে মোহনবাগানের সমান পয়েন্ট রয়েছে তাদের। অন্যদিকে, রবিবার নিজেদের ম্যাচে জয় পেয়েছে ভবানীপুর। ২-১ গোলে রেলওয়েকে হারিয়েছে তারা। প্রতিপক্ষকে ১-০ গোলে হারিয়েছে ডায়মন্ড হারবারও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.