ম্যাচের পর এভাবেই লিওনেল মেসিকে দেখা গিয়েছিল। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে থামলেন লিওনেল মেসি (Lionel Messi)। এবং এল এম টেন (LM 10) থামতেই, থেমে গেল ইন্টার মিয়ামি (Inter Miami FC)। এবার মেজর লিগ সকারে (Major League Soccer) ইন্টার মিয়ামির (Inter Miami) জার্সি গায়ে চাপানোর পর থেকেই মাঠ কাঁপাচ্ছেন আর্জেন্টিনার (Argentina) মহাতারকা। কিন্তু নয় ম্যাচ পর মেসি গোল না পেতেই এফসি ন্যাশভিলের (Nashville) বিরুদ্ধে গোলশূন্য ভাবে ড্র করল ইন্টার মিয়ামি।
ঘরের মাঠ ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে ভোরে ন্যাশভিলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে মায়ামি। ম্যাচে দুটি ফ্রি কিক নিয়েছেন মেসি। ৬০ মিনিটে নেওয়া শট রুখে দেন ন্যাশভিলের গোলকিপার। ফের ৮২ মিনিটের ফ্রি কিক গোলপোস্টের উপর দিয়ে উড়ে যায়। ম্যাচের শেষ মুহূর্তে আর একটি সুযোগ পেয়েছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক। এবারও তাঁর শট সেভ করে দেন ন্যাশভিলের গোলকিপার।
৭০ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখেছেন মায়ামির ফুটবলাররা। তবে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের। এই ড্রয়ের ফলে মায়ামির প্লে-অফে কোয়ালিফাই করার স্বপ্নে বড় ধাক্কা লাগল। ২৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে রয়েছে ইন্টার মায়ামি। ফলে প্লে-অফের পজিশন ৯ নম্বরে যাওয়া মায়ামির জন্য বেশ কঠিন হয়ে গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.