মানোলো মার্কেজ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবল দলের হেডস্যর হতে চলেছেন মানোলো মার্কেজ (Manolo Marquez)। সূত্রের খবর অনুযায়ী, ইগর স্টিমাচ জমানার অবসানে এবার স্প্যানিশ যুগ শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলে।
৩১ মে, ২০২৫ সাল পর্যন্ত এফসি গোয়ার সঙ্গে স্প্যানিশ কোচের চুক্তি রয়েছে। তার পর থেকে তিনি শুধু জাতীয় দলেরই দায়িত্ব পালন করবেন। তার আগে ক্লাব ও জাতীয় দলের কোচিং একসঙ্গে করাবেন বলেই সূত্রের খবর।
ভারতীয় ফুটবল সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে মানোলো মার্কেজের। আইএসএলে তাঁর কোচিংয়ে হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল। হায়দরাবাদ থেকে তাঁর ঠিকানা এখন এফসি গোয়া। সেই মানোলো মার্কেজই এবার বসতে চলেছেন ভারতীয় ফুটবল দলের হটসিটে। যদিও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এখনও সরকারি ভাবে নতুন কোচের নাম জানায়নি।
কোচ হওয়ার দৌড়ে মানোলো মার্কেজের সঙ্গে দৌড়ে ছিলেন মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ছিলেন আরও অনেকে। দৌড়ে ছিলেন সবুজ-মেরুন শিবিরকে আই লিগ এনে দেওয়া কোচ সঞ্জয় সেনও। শেষ ল্যাপে অবশ্য ফেডারেশন কর্তারা মানোলো মার্কেজের হাতেই দায়িত্ব দেবে বলে স্থির করেন।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ব্যর্থতার পরে ইগর স্টিমাচ বরখাস্ত হন। তার ছেড়ে যাওয়া চেয়ারে কে বসবেন, তার জন্য ফেডারেশন নতুন কোচের বিজ্ঞাপন দিয়েছিল। ভারতীয় দলের হেড কোচের জন্য আবেদন করেছিলেন অনেকে। তাঁদের মধ্যে থেকে মানোলো মার্কেজকেই নতুন কোচ হিসেবে বেছে নেন ফেডারেশন কর্তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.