সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ট্র্যাডিশন সমানে চলছে। লিগ শুরু হতে না হতেই সূচিতে পরিবর্তন। মোহনবাগানের প্রথম ম্যাচেই পালটে গিয়েছিল সময়। এবার অন্যান্য ম্যাচের দিনক্ষণও বদলাতে চলেছে।
আগামী ২৬ ডিসেম্বর গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল মোহনবাগানের। সেই ম্যাচ আপাতত বাতিল। বড়দিনের আগেই গোয়ায় সাজো সাজো রব শুরু হয়ে যায়। উৎসবে মেতে ওঠেন গোয়ার বাসিন্দারা। তাই বড়দিনের পরের দিনই ম্যাচ করা বেশ খরচ সাপেক্ষ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বক্তব্য, ওই সময় বিমানের ভাড়া হয় আকাশছোঁয়া। শুধু যাতায়াতেই অনেক খরচ হয়ে যাবে। এই সমস্যা দেখিয়েই ওই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। শুধু ২৬ ডিসেম্বরের ম্যাচই নয়, বাতিল হচ্ছে ৩০ ডিসেম্বরের চার্চিল-মিনার্ভা ম্যাচও। ম্যাচ দুটি কবে হবে, তা অবশ্য এখনও জানা যায়নি। এই দুই ম্যাচের পাশাপাশি বদলে যাচ্ছে ফিরতি ডার্বির দিনক্ষণও। আই লিগ সূচি অনুযায়ী ফিরতি পর্বের ডার্বি আগামী বছর ১৩ জানুয়ারি। কিন্তু সেদিন বড় ম্যাচ হচ্ছে না। বিধাননগর পুলিশের তরফ থেকে মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়, তারা ওই নির্দিষ্ট দিনে নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না। কারণ ১৪ জানুয়ারি থেকে গঙ্গাসাগর শুরু। তার আগের দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। শোনা যাচ্ছে ২১ জানুয়ারি কিংবা ২৬ ফেব্রুয়ারি হতে পারে ডার্বি।
এদিকে মোহনবাগান তাঁবুতে পা রাখলেই একটা চনমনে অনুভূতি। আনাচে-কানাচে খুশির মেজাজ। হবে নাই বা কেন! আই লিগের প্রথম ডার্বিতে তিন পয়েন্ট ঘরে তুলেছেন কিংসলেরা। প্রতিবেশী ক্লাব যখন হতাশায় ঝিমিয়ে পড়েছে তখন সবুজ-মেরুন ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজই পালটে গিয়েছে। তবে ডার্বি জয়ের আত্মতুষ্টিতে ভুগতে চান না সোনি নর্ডি। অধিনায়ক হিসেবে সতীর্থদেরও সে কথা বোঝাচ্ছেন। ডার্বির স্মৃতি ঝেড়ে ফেলে রবিবার ঘরের মাঠে চার্চিলের বিরুদ্ধে লড়াইকেই পাখির চোখ করছেন সঞ্জয় সেনের ছেলেরা। ইস্ট-মোহন ম্যাচের মতোই চার্চিল ম্যাচের টিকিটও অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মোহনবাগান কর্তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.