কৃশানু মজুমদার: অ্যান্তোনিও লোপেজ হাবাস, মোলিনাদের পিছনে ফেলে ইস্টবেঙ্গল কোচ হওয়ার দৌড়ে কার্যত নিশ্চিত হয়ে গেল সের্জিও লোবেরার নাম। আইএসএলে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা স্প্যানিশ কোচের উপরই ভরসা রাখছে লাল-হলুদ শিবির। শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে লোবেরার নাম ঘোষণা হবে বলে খবর।
এই মুহূর্তে চিনের দল ‘সিচুয়ান’-এ কোচিং করাচ্ছেন লোবেরো। ইমামির তরফে এক কর্তা জানান, ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে লোবেরার (Sergio Lobera)। চুক্তিতে মৌখিক ভাবে সম্মতিও দিয়েছেন তিনি। তবে সুপার কাপ শেষ হওয়ার পরই নতুন কোচের নাম ঘোষণা করা হবে বলে খবর। কারণ এখনই নতুন কোচের নাম বলে দলের মনোবল ধাক্কা খেতে পারে। তবে ভিতর ভিতর যে তাঁকেই স্টিফেন কনস্ট্যান্টাইনের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে ইস্টবেঙ্গল, তা বলাই বাহুল্য।
এই মরশুমে কোচ থেকে ফুটবলার, যাবতীয় নির্বাচনের ক্ষেত্রেই ক্লাব কর্তাদের সঙ্গী করে এগোতে চাইছেন ইমামি কর্তারা। দু’পক্ষের আলোচনায় ঠিক হয়েছিল, এমন কাউকে কোচ করা হবে, যিনি ইন্ডিয়ান সুপার লিগকে (ISL) হাতের তালুর মতো চেনেন। সঙ্গে এই টুর্নামেন্টে কোচিং করিয়ে অতীতে সাফল্যও এনে দিয়েছেন। সেই হিসেবে প্রাথমিক ভাবে চারজন কোচের একটা তালিকা তৈরি হয়েছিল। যেখানে লোবেরার পাশাপাশি ছিল হাবাস, মোলিনা ও রোকার নামও। তবে লোবেরাকেই চূড়ান্ত করা হচ্ছে।
সের্জিও লোবেরা মুম্বই সিটি এফসিকে একবার চ্যাম্পিয়ন করেছেন। তবে এফসি গোয়া এবং মুম্বইকে গ্রুপ লিগের শীর্ষে রেখে আইএসএলের ‘শিল্ড’ও জিতিয়েছেন। একই সঙ্গে সুপার কাপ জিতিয়েছেন গোয়াকে। ডিফেন্স সংগঠনেও পারদর্শী তিনি। সব মিলিয়ে তাই লোবেরাকেই কোচের পদে বসাচ্ছে শতাব্দী প্রাচীন ক্লাব। এবার তাঁর হাত ধরে ইস্টবেঙ্গল ছন্দে ফেরে কি না, সেটাই দেখার।
এদিকে লোবেরার নাম কার্যত পাকা হতেই বোমা ফাটালেন হাবাস। তাঁর বক্তব্য, যে ক্লাব কোচ চূড়ান্ত করা নিয়ে দোনা-মনা করে, সেই ক্লাব অর্থাৎ ইস্টবেঙ্গলে কোচিং করাতে চান না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.