সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) জন্য ক্রিকেটাররা নিজেদের দিকে তাকানোর সময় পাচ্ছেন না। ১৯৮৩-র বিশ্বজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব (Kapil Dev) এ কথা বলেছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ”বুমরাহর (Jasprit Bumrah) কী হল? আত্মবিশ্বাস নিয়ে রিহ্যাব শুরু করেছে ও। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে না থাকলে কী হবে। ওকে নিয়ে আমরা সময় খরচ করছি তাহলে। ঋষভ পন্থ দুর্দান্ত ক্রিকেটার। ও যদি থাকত, তাহলে টেস্ট ক্রিকেট আরও ভাল হত।”
চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দেখা যাবে তাঁকে। কপিল অবশ্য এত চোট আঘাতের জন্য আইপিএল-কে দুষছেন। দেশের প্রাক্তন অধিনায়ক বলছেন, ”আমার যে কোনওদিন চোট লাগেনি তা নয়। কিন্তু এখন এক বছরে ১০ মাস ধরে ক্রিকেট খেলা হচ্ছে। তবে প্রতিটি ক্রিকেটারেরই নিজেদের দিকে তাকানো উচিত। আইপিএল দুর্দান্ত একটা জিনিস। কিন্তু আইপিএল ক্ষতিও করতে পারে। অল্প চোট নিয়ে আইপিএল খেলা সম্ভব। কিন্তু অল্প চোট নিয়ে ভারতের হয়ে খেলা সম্ভব নয়। বরং খেলা থেকে বিশ্রাম নেওয়া যেতে পারে। এসব ব্যাপারে আমি খুব পরিষ্কার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.