সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা ছিলই, তাই সত্যি হল। মোহনবাগানের বার্ষিক সাধারণ সভা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ক্লাব চত্বরে। এরই মধ্যে ক্লাবের সভাপতি হিসেবে টুটু বোসকে মেনে নিতে বাধ্য হলেন সচিব অঞ্জন মিত্র। এদিন বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে ক্লাব তাবুতে ভিড় জমান মোহনবাগান সদস্যদের একটা বড় অংশ। তাদের অধিকাংশেরই দাবি ছিল, বার্ষিক সাধারণ সভা পরিচালনার দায়িত্ব দেওয়া হোক টুটু বোসকে। কিন্তু অঞ্জন মিত্র সেই দাবিতে স্বীকৃতি দিতে রাজি হননি। এই নিয়েই লঙ্কাকাণ্ড বেধে যায় সভাস্থলে। আরও জোরাল হতে থাকে টুটু বোসকে সভাপতি করার দাবি। বাধ্য হয়ে টুটু বোসকেই সভাপতি হিসেবে ঘোষণা করেন অঞ্জন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ক্লাব কর্তারা।
[দ্বিধাবিভক্ত জার্মান শিবির! সুইডেন ম্যাচের আগে অস্বস্তি কাটাতে মরিয়া জোয়াকিম লো]
সমর্থকদের চাপে মাথা নত করলেও শুরুতে টুটু বোসকে সভাপতি মানতে চাননি অঞ্জন। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে দেখে প্রথমে সাধারণ সভা বাতিল ঘোষণা করতে উদ্যত হন অঞ্জন। কিন্তু তাঁর ঘোষণা মানতে চাননি উপস্থিত মোহনবাগান সদস্যরা। পরে সমর্থকদের চাপে বাধ্য হয়ে অঞ্জন মিত্র ঘোষণা করেন, যেহেতু টুটু বোসের পদত্যাগপত্র গৃহীত হয়নি, তাই সরকারিভাবে এখনও মোহনবাগানের সভাপতি আছেন তিনিই। এই ঘোষণার পরই উচ্ছ্বাস দেখা যায় উপস্থিত মোহনবাগান জনতার মধ্যে।
[ছাড় পেলেন না মেসির স্ত্রী, বিশ্বকাপের বিপর্যয় নিয়ে কটাক্ষ অ্যান্তোনেলাকেও]
বছরখানেক আগে মোহনবাগানের সভাপতি পদ থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলেন টুটু বোস। কিন্তু এক বছর পরও তাঁর সেই পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় ফের ক্লাবের টানে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। তারপরই বাগড়া দেওয়ার চেষ্টা করেন অঞ্জন। একসময়ের বন্ধুকে সভাপতি পদে মানতে রাজি হননি মোহনবাগান সচিব। কিন্তু বার্ষিক সাধারণ সভায় মোহনবাগান সদস্যদের চাপের মুখে নতিস্বীকার করতে বাধ্য হলেন তিনি। আজকের বৈঠকে সভাপতি হিসেবে টুটু বোসের নাম প্রস্তাব করেন ক্লাবের সহ-সভাপতি মুরলীমোহন ঘোষ।
[আর্জেন্টিনার হার মানতে না পেরে নদীতে ঝাঁপ কেরলের মেসি-ভক্তের!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.