সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনবদ্য মোহনবাগান (Mohun Bagan)। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে পিছিয়ে পড়েও সবুজ-মেরুন শিবির পাঁচ গোল দিল। দিনান্তে খেলার ফলাফল মোহনবাগান ৫ টালিগঞ্জ অগ্রগামী ১।
খেলা শুরুর ৪ মিনিটে টালিগঞ্জ গোল করে এগিয়ে যায়। টালিগঞ্জের হয়ে গোলটি করেন মানস সরকার। সবুজ-মেরুন শিবির গোল শোধ করে ২৪ মিনিটে। সমতা ফেরানোর গোলটি অসাধারণ। নাওরেমের গোলটি অসাধারণ। টালিগঞ্জ অগ্রগামীর চার জন খেলোয়াড়কে কাটিয়ে নাওরেম দুর্নত গোলটি করেন। ওই গোল দেখার জন্য হাজার মাইল পথ হেঁটে আসা যায়। প্রথমার্ধে আরও একবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে টালিগঞ্জ অগ্রগামী। কিন্তু আমনদীপের জন্য বেঁচে যায় সবুজ-মেরুন।
দ্বিতীয়ার্ধে অন্য মোহনবাগানকে দেখা যায়। গোলের পর গোল করে সবুজ-মেরুন শিবির। বিরতির পর নাওরেমের কাছ থেকে বল পেয়ে গোল করেন হামতে। এর ঠিক পাঁচ মিনিট পরেই মোহনবাগান ফের এগিয়ে যায়। এক্ষেত্রে গোলদাতা সুহেল। ৭৭ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ায় মোহনবাগান। গোলটি করেন হামতে। ৮১ মিনিটে ফের হামতের গোল। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন হামতে।
এদিন কলকাতা লিগে মহামেডান স্পোর্টিংয়েরও (Mohammedan Sporting) প্রথম ম্যাচ ছিল। সিএফসি-কে সাত গোলে বিধ্বস্ত করল মহামেডান স্পোর্টিং। হ্যাটট্রিক করেন বেনেস্টন ব্যারেটো এবং ডেভিড লালানসাংগা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.