সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে প্রেমিকাকে প্রেম নিবেদনের ঘটনা নতুন কিছু নয়। গার্লফ্রেন্ডের সামনে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেওয়ার দৃশ্য একাধিকবার ক্যামেরাবন্দি হয়েছে। কিন্তু সম্প্রতি বেসবলের স্টেডিয়ামে যা হল, তা হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। বিয়ের প্রস্তাব পেয়ে ভরা গ্যালারির মাঝেই বয়ফ্রেন্ডকে সপাটে চড় কষালেন তরুণী! সে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনা মার্কিন মুলুকে মেজর লিগ বেসবল গেমের। সকলকে চমকে দিয়ে একেবারে অন্যরকম ভাবে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েও যুবকের কপালে জুটল থাপ্পড়! বিষয়টা একটু খোলসে করে বলা যাক। টরন্টো ব্লু জেস ও বোস্টন রেড সোক্সের মধ্যে চলছিল ম্যাচ। সেই সময়ই ক্যামেরাবন্দি হয় গ্যালারিতে থাকা দুই দর্শকের কাণ্ড। দেখা যায়, গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাচ্ছেন যুবক। যাতে বেশ অবাক তরুণী। এরপরই তাঁর সামনে হাঁটু গেড়ে বসে পড়েন যুবক। একটি বাক্স থেকে আংটি বের করে তরুণীর সামনে তুলে ধরে দিলেন বিয়ের প্রস্তাব। ব্যস, তখনই ১৮০ ডিগ্রি ঘুরে যায় পরিস্থিতি। তেলে বেগুনে জ্বলে ওঠেন প্রেমিকা। সপাটে চড় কষান বয়ফ্রেন্ডের গালে!
Everything went smooth until the ring reveal 💀 (via lovelostmanhattan/TT) pic.twitter.com/vmbeXrwoE8
— Overtime (@overtime) October 4, 2022
কিন্তু যে প্রেমিকা যুবকের চুম্বনে কোনও আপত্তি করলেন না, তিনি হঠাৎ আংটি দেখতেই মেজাজ হারালেন কেন? আসলে যুবক যে আংটি দেখিয়ে তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তা ছিল বাবুল গামের! আর তাতেই রেগে যান তরুণী। ভরা গ্যালারিতে এ ধরনের মশকরা একেবারেই মেনে নিতে পারেননি তিনি। তবে এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া।
অনেকের মতে, তরুণী থাপ্পড় মেরে একদম ঠিক কাজ করেছেন। আবার অনেকে বলছেন, সকলের সামনে তরুণী একটু বাড়াবাড়িই করে ফেলেছেন। বিষয়টিকে ঠাট্টার ছলে নেওয়াই যেত। এক নেটিজেন আবার মজা করে লিখেছেন, “এই জন্যই অনেকে রসকষহীন ভাবে জীবনে একাই থেকে যায়।” যুবকের পাশে দাঁড়িয়ে আরেক নেটিজেনের দাবি, যে এমন নির্মল ঠাট্টা বোঝে না, তেমন প্রেমিকাকে বিয়ে না করাই ভাল। মতামত যাই হোক না কেন, হাজারো দর্শকের ভিড়ে থাপ্পড় খেয়ে বেশ মনমড়া ওই যুবক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.