ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ বছরের দাম্পত্য ভেঙেছে মেরি কমের। বুধবার স্পষ্টভাবে এই কথা জানিয়ে দিয়েছেন অলিম্পিক পদকজয়ী বক্সার। তাঁর আইনজীবীর চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, দুপক্ষের সম্মতিতেই বিবাহবিচ্ছেদ হয়েছে মেরি কমের। তবে বিচ্ছেদের খবর ছড়ানোর পর থেকে যেভাবে কিংবদন্তি বক্সারের সঙ্গে একাধিক ব্যক্তির নাম জড়াচ্ছে, তাতে ক্ষুব্ধ মেরি।
চলতি মাসের শুরুতেই হঠাৎ জল্পনা শুরু হয়, মেরির দাম্পত্য ভাঙছে। তবে সরকারিভাবে কিছু জানা যায়নি সেসময়ে। জল্পনার আবহেই বুধবার নিজের আইনজীবীর চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মেরি। সেখানে লেখা রয়েছে, ‘গত কয়েকদিন ধরে ওনলার কমের সঙ্গে মেরির বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। তাই সকলকে জানানো হচ্ছে, ২০২৩ সালের ২০ ডিসেম্বর পরিবারের সদস্য এবং নেতাদের উপস্থিতিতে দুপক্ষের সম্মতিতে মেরি এবং ওনলারের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে।’
ওই পোস্টেই আরও বলা হয়, হিতেশ চৌধুরি নামে এক ব্যবসায়ীর সঙ্গে মেরির সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। অন্য এক বক্সারের স্বামীর সঙ্গে সম্পর্কে রয়েছেন মেরি, এমনটাও শোনা যায়। তবে দু’টি অভিযোগই মিথ্যা বলে জানিয়েছেন তারকা বক্সার। ব্যবসার পার্টনার হিসাবে হিতেশের সঙ্গে মেরির সম্পর্ক রয়েছে। তবে তার বেশি কোনও সম্পর্ক নেই তাঁদের।
উল্লেখ্য, ২০০০ সালে দিল্লিতে প্রথম আলাপ মেরি ও ওনলারের। ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়। ২০০৭ সালে যমজ সন্তানের জন্ম দেন মেরি। ২০১২ সালে অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন তিনি। ২০১৩ সালে আরও একটি পুত্রসন্তান হয় জনপ্রিয় দম্পতির। একটি দত্তক পুত্রও আছে তাঁদের। কিন্তু গত তিন বছর ধরে দু’জনের সম্পর্কে চিড় ধরে। ২০২২-এ মণিপুর নির্বাচনে মেরি কার্যত জোর করে ওনলারকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেন। হেরে গিয়ে ২-৩ কোটি টাকা ক্ষতি হয়েছিল ওনলারের। নির্বাচনের পরের বছরেই ভেঙে যায় মেরি-ওনলারের সংসার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.