ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কিছুদিনের অপেক্ষা। তার পর শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক (Paris Olympic)। পদকজয়ের জন্য নীরজ চোপড়াদের (Neeraj Chopra) দিকে তাকিয়ে আছে গোটা দেশ। তার আগে গত শুক্রবার ভারতের অ্যাথলিটদের সঙ্গে ভার্চুয়ালি আলাপচারিতা সারেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে প্রধানমন্ত্রী নীরজের কাছে আবদার করেন তাঁর মায়ের হাতের বানানো চুরমা খাওয়ার জন্য। এবার তার উত্তর দিলেন নীরজের মা।
শুক্রবার শুটার, তিরন্দাজ, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলিটদের সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী। তাঁদেরকে উৎসাহিত করেন। টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ। সেই তিনি প্রধানমন্ত্রীকে বললেন, “স্যর আমার ট্রেনিং পরিকল্পনা অনুযায়ী চলছে। চোটআঘাতের জন্য কয়েকটা টুর্নামেন্টে নামতে পারিনি। তবে আমি এখন বেশ ভালো আছি।” সেই সময়ই মোদি হাসতে হাসতে বলেন, “তোর মায়ের হাতের তৈরি চুরমা কিন্তু আমার চাই।”
কবে নীরজের মায়ের হাতের চুরমা পাবেন তিনি? তাঁর উত্তর দিলেন নীরজের মা সরোজদেবী। প্রধানমন্ত্রীর সাধ তিনি রাখবেন, তবে তার জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেন, “আমি চাই নীরজ প্যারিস অলিম্পিকে গোল্ড মেডেল জিতুক। তাহলেই আবার মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া যাবে। আর তখনই আমি দেশি ঘি, চিনি, খোয়া ক্ষীর দিয়ে স্পেশাল চুরমা বানাব।”
তবে শুধু সরোজ দেবী নন, গোটা দেশই চায় নীরজ সোনা জিতুক। নীরজ প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন, প্যারিস অলিম্পিক থেকে ফেরার পরে মোদির জন্য চুরমা আনবেন তিনি। ২০২০-র টোকিও অলিম্পিকে জ্যাভেলিনে সোনা জিতেছিলেন তিনি। এবারও কি সেই স্বপ্নপূরণ হবে? আশায় দেশবাসী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.