নীরজ চোপড়া
ইভেন্ট- জ্যাভলিন থ্রো
বিশ্বর্যাঙ্কিং- ২
অলিম্পিকে সেরা ফল- ২০২০ টোকিও অলিম্পিকে সোনা জয়
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর তিনেক আগে তাঁর হাত ধরেই এসেছিল সোনালি রাত। ১২ বছরের খরা কাটিয়ে দেশকে এনে দিয়েছিলেন অলিম্পিক সোনা। ২০২৪য়েও সেই নীরজ চোপড়ার দিকে তাকিয়ে গোটা দেশ। জ্যাভলিন থ্রোয়ে আবারও তিনি সেরা হবেন, মেডেল পোডিয়ামে বাজবে জন গণ মন- নীরজকে নিয়ে একবুক স্বপ্ন তামাম ভারতবাসীর।
টোকিও অলিম্পিকের পর থেকে নীরজের নামই পালটে গিয়েছে আমজনতার মনে। তাঁকে সোনার ছেলে বলেই সকলে জানেন। হবে নাই বা কেন? অলিম্পিকের পরেও একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সোনার পদক জিতেছেন নীরজ (Neeraj Chopra)। বেশ কয়েকটি ডায়মন্ড লিগের প্রথম স্থান পেয়েছেন ভারতের সোনার ছেলে।
চোটের জন্য কমনওয়েলথ গেমসে নামতে পারেননি। কিন্তু তার পরে বিশ্বচ্যাম্পিয়নশিপ আর এশিয়ান গেমসে নেমেও সোনা ফলিয়েছেন। যেসমস্ত ডায়মন্ড লিগগুলোতে সোনা পাননি, সেখানেও রুপো জিতে দেশে ফিরেছেন। বিশ্বর্যাঙ্কিংয়ের এক নম্বরেও উঠেছেন নীরজ।
তবে সাম্প্রতিক ফর্ম নিয়ে খানিক চিন্তায় রয়েছেন নীরজের ভক্তরা। ন্যাশনাল গেমসে নেমে সোনা জিতেছেন বটে। কিন্তু নিজের সেরা ফর্মের ধারেকাছে ছিলেন না নীরজ। সঙ্গে ছিল চোটের সমস্যা। তার জেরে বেশ কয়েকটি টুর্নামেন্টেও নামেননি। তবে অলিম্পিকের আগে নিজের প্রস্তুতি নিয়ে আশাবাদী সোনার ছেলে। প্যারিসে (Paris Olympics 2024) তিনি আবার ফেরাবেন ৭ আগস্ট, ২০২১-এর সোনালি রাত, আশায় আপামর ভারতবাসী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.