ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ভারতের সোনার ছেলে। যে টুর্নামেন্টেই নামুন না কেন, সোনা নিয়েই ফেরেন। সেই নীরজ চোপড়া এবারও অলিম্পিক থেকে সোনার পদক গলায় ঝুলিয়ে দেশে ফিরবেন, এমনটাই আশা আপামর ভারতবাসীর। তাঁদের সেই আশা আরও বাড়িয়ে দিতে পারে আসন্ন অলিম্পিকের নয়া নিয়ম।
কী সেই নিয়ম? ২০২৪ প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ব্যবহৃত হবে বেগুনি রঙের ট্র্যাক। সাধারণত লাল বা কমলা রঙের ট্র্যাক থাকে প্রতিযোগিতায়। তবে এবার প্রতিযোগিতার থিম রঙের সঙ্গে মিলিয়েই ব্যবহৃত হবে বেগুনি ট্র্যাক। জানা গিয়েছে, এই ট্র্যাকের নকশা করেছে ইটালির সংস্থা ‘মোন্ডো’। এই মোন্ডো ট্র্যাকেই খেলা হবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টগুলো।
দুটি স্তরে বিভক্ত এই মোন্ডো ট্র্যাক। উপরের স্তরে রয়েছে রবার। তার ফলে এই ট্র্যাকের উপর অ্যাথলিটদের পায়ের গ্রিপ অনেক শক্ত হবে। পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। নিচের স্তরে রয়েছে বাতাসে ভর্তি গহ্বর। ফলে এই ট্র্যাকের উপরে লাফানো অনেক বেশি নিরাপদ। ভারসাম্য হারিয়ে পড়ে যাবেন না অ্যাথলিটরা। জানা গিয়েছে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নিয়েই তৈরি হয়েছে এই মোন্ডো ট্র্যাক।
নতুন এই ট্র্যাকে কী সুবিধা পাবেন নীরজ (Neeraj Chopra)? বিশ্লেষকদের মতে, জ্যাভলিন ছোড়ার সময়ে কেবল নিজের পেশির শক্তির উপরে নির্ভর করেন না ভারতের সোনার ছেলে। বরং দৌড়ের সময়ে যে শক্তি সঞ্চয় করেন, তার উপরে ভর করেই ছুড়ে দেন জ্যাভলিন। ফলে পা পিছলে পড়ে গিয়ে ফলস থ্রো করার সম্ভাবনা থাকে। কিন্তু নয়া ট্র্যাকে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে আরও জোরে দৌড়ে থ্রো করতে পারবেন নীরজ। তাহলে কি নতুন ধরণের ট্র্যাকে ফের সোনা ফলাতে পারবেন তিনি?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.