সোমনাথ রায়, নয়াদিল্লি: যৌন হেনস্তার অভিযোগে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কুস্তিগিররা (Indian Wrestlers)। অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে, এই দাবিতে শীর্ষ আদালতে পিটিশন দায়ের হয়েছে। কমনওয়েলথ পদকজয়ী ভিনেশ ফোগাট-সহ সাত মহিলা কুস্তিগির আবেদন জানিয়েছেন শীর্ষ আদালতে (Supreme Court)। প্রসঙ্গত, দিল্লি পুলিশের (Delhi Police) কাছে অভিযোগ জানানোর পরেও এফআইআর দায়ের হয়নি ব্রিজভূষণের বিরুদ্ধে। তার প্রতিবাদে রবিবার থেকে ফের ধরনা শুরু করেছেন দেশের শীর্ষস্থানীয় কুস্তিগিররা।
গত শুক্রবার দিল্লির (Delhi) কনট প্লেস থানায় অভিযোগ দায়ের করেছেন সাত মহিলা কুস্তিগির। তাঁদের মধ্যে রয়েছেন এক নাবালিকাও। যদিও এখনও এই ঘটনায় এফআইআর দায়ের করেনি দিল্লি পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পর দু’দিন কেটে গেলেও কেন এফআইআর করল না দিল্লি পুলিশ, তার জবাব চেয়ে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে দিল্লির মহিলা কমিশন।
সোমবার অবশ্য জানা যায়, ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। যৌন হেনস্তার অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যে কমিটি গঠন করেছিল, সেই কমিটির রিপোর্ট জানতে চেয়েছে দিল্লি পুলিশ। সেই রিপোর্ট পেলে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে বলেই দাবি পুলিশ আধিকারিকদের। যদিও তদন্ত শুরু করলেও এখনও বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি। সেই জন্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক নাবালিকা-সহ সাত কুস্তিগির।
যৌন হেনস্তার অভিযোগে ন্যায় বিচারের আশায় রাজনীতিকদের উপরে ভরসা করে ভুল হয়েছিল, এমনটাই দাবি করেছেন ভিনেশ ফোগাট। প্রসঙ্গত, রবিবার বিচারের দাবিতে ফের নতুন করে ধরনায় বসেছেন কুস্তিগিররা। সারারাত ধরে দিল্লির ফুটপাথেই ঘুমিয়েছেন দেশের সেরা কুস্তিগিরদের একাংশ। দেশের সব মানুষ যেন তাঁদের আন্দোলনে সমর্থন করেন, এমনই অনুরোধ জানিয়েছেন ভিনেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.