সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীতের রেকর্ডকে কিছুতেই ভুলতে পারছেন না জার্মান কোচ জোয়াকিম লো৷ আসলে ফুটবলের যে কোনও বড় আসরে, সে বিশ্বকাপই হোক বা ইউরো, ইতালিকে কখনও হারাতে পারেনি জার্মানরা৷ কোয়ার্টার ফাইনালে ফের ইতালির মুখোমুখি হওয়ার আগে তাই সেই চিন্তাটাই ঘুরেফিরে আসছে জার্মান শিবিরে৷
বিশেষ করে স্পেনকে দুরমুশ করে হারানোর পর চিন্তাটা বাড়ছে বই কমছে না৷ যদিও মুখে কেউই স্বীকার করতে চাইছেন না এই কথা৷ জার্মান শিবিরের সবারই সেই এক বক্তব্য, ‘এই ম্যাচ জেতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী৷ আশা করি ম্যাচ বের করতে অসুবিধা হবে না৷” টনি ত্রুজ আবার বললেন যে, “বড় টুর্নামেণ্টে আমরা কখনও ইতালিকে হারাতে পারিনি, তবে এইরকম এক গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন নেতিবাচক কথা বলে কী লাভ!”
বোঝাই যাচ্ছে, পরিসংখ্যানই সবথেকে বড় চিন্তার কারণ লো-দের৷ উল্টোদিকে, ইতালি শিবির বেশ ফুরফুরে মেজাজে৷ তারা বরাবরই ‘আনপ্রেডিক্টেবল’৷ কখন যে কী করে দেয়, তা কেউ জানে না৷ এবারে এখনও তার অন্যথা হয়নি৷ চলতি ইউরোর শুরু থেকে তাদের সেভাবে কেউ পাত্তা দেয়নি৷ বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে হতাশজনক ফুটবল খেলায় অনেকেই আশাহত হয়েছিলেন৷ কিন্তু স্পেনকে হারানোর পর পুরো ছবিটা বদলে ইতালিও এখন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট৷ বিশেষ করে তাদের রক্ষণে দাঁত ফোটাতে পারছে না বিপক্ষ৷ যা নিয়ে ইতালির সংবাদপত্রগুলি ম্যাচের দু’দিন আগে থেকেই ফলাও করে লিখছে, ‘এর আগেও ইতালির রক্ষণ ভাঙতে পারেনি জার্মানরা, এবারেও পারবে না৷’
অবশ্য জার্মান শিবির থেকে পাল্টা জবাব যে দেওয়া হচ্ছে না, এমনটা নয়৷ ম্যুলার যেমন দু’চার কথা শুনিয়ে দিলেন, “কেন ওদের রক্ষণ নিয়ে এত কথা হচ্ছে জানি না৷ আমার মনে হয় গোল করতে আমাদের খুব একটা সমস্যার মধ্যে পড়তে হবে না৷ তাছাড়া ওদের ডিফেন্সের বেশির ভাগ ফুটবলার জুভেন্তাসের৷ ফলে জুভেন্তাসের রক্ষণ যদি ভাঙতে পারি, তাহলে এখন হবে না কেন? জানি পরিসংখ্যানে হয়তো ওরা অনেক এগিয়ে৷ তবে এবার ওটা বদলানোর সুযোগ এসে গিয়েছে৷’
লো-র চিন্তা অবশ্য কিছুটা কমিয়েছে বোয়েতাংয়ের পুরোপুরি চোটমুক্ত হওয়া৷ কারণ এই দলে বোয়েতাংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আর ম্যাচের দিনকয়েক আগে থেকে লো-রা বসে পড়েছেন, কীভাবে ইতালির রক্ষণ ভাঙা যায়, তা নিয়ে আলোচনায়৷
তবে ইতালির রক্ষণের থেকে জার্মান কোচের বড় চিন্তা ট্র্যাকরেকর্ড৷ বড় আসরে ইতালিকে হারাতে না পারার রেকর্ড তাঁরা বদলাতে পারেন কি না, সেটাই দেখার৷
ইতালি বনাম জার্মানি – রাত ১২.৩০(সোনি সিক্স ও সোনি ইসপিএন-এ)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.