সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকোতে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট বিমান। এর ফলে মৃত্যু হয়েছে ১৪ জনের। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর মেক্সিকোর কোয়াহুইলা প্রদেশে।
মেক্সিকোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার সূত্রে জানা গিয়েছে, রবিবার লাস ভেগাস থেকে মন্টেরি যাচ্ছিল ওই বোম্বারডিয়ার চ্যালেঞ্জার-৬০১ জেট বিমানটি। কিন্তু, সন্ধ্যার সময় আচমকা ওই প্রাইভেট জেট বিমানটির সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উচ্চতার তারতম্যের কারণে বিমানটি উত্তর মেক্সিকোর কোয়াহুইলা প্রদেশে ভেঙে পড়ে। সোমবার উদ্ধারকারী দলের লোকেরা বিমানে করে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন। সেসময় নিখোঁজ বিমানটির মতো একই ধরনের একটি বিমানের ধ্বংসাবশেষ নিচে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তার ভিতর থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এপ্রসঙ্গে কোয়াহুইলা প্রদেশের মনক্লোভা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান মিগুয়েল ভিল্লাররিয়াল বলেন, “উদ্ধার হওয়া বিমানটির ধ্বংসাবশেষের সঙ্গে নিখোঁজ বিমানটির সম্পূর্ণ মিল রয়েছে। নিখোঁজ বিমানটিতে ১১ জন যাত্রী ও তিনজন কর্মী ছিল বলে জানানো হয়েছিল। ঘটনাস্থল থেকে তাদের সবার মৃতদেহ উদ্ধার হয়েছে।”
মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে লাস ভেগাসে মিডলওয়েট বক্সিং প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতায় মার্কিন প্রতিযোগী ড্যানিয়েল জেকবসকে হারিয়ে চ্যাম্পিয়ন হন মেক্সিকোর বক্সার সল ক্যানেলো আলভারেজ। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ওই জেট বিমানটি ভাড়া করে লাস ভেগাস থেকে উত্তর মেক্সিকোর মন্টেরিতে ফিরছিলেন আলভারেজের কয়েকজন সমর্থক। কিন্তু, কোয়াহুইলা প্রদেশের কাছে আচমকা দুর্ঘটনা ঘটে।
মেক্সিকোর বিভিন্ন টিভি চ্যানেলে দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে। তাতে দেখা গিয়েছে, ওই বিমানটির দুটি ডানা ও পিছনদিকের অংশ ভেঙে মাটিতে পড়ে আছে। আর তার চারপাশে ছড়িয়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.