Advertisement
Advertisement
Balochistan

স্বাধীন বালোচিস্তান ঘোষণা বিদ্রোহী নেতার, বন্ধু ভারতকে কাছে টেনে বার্তা

পাকিস্তানের শাসন অতীত, দাবি বালোচ নেতার।

Balochistan Trends On Social Media As Activists Declare Independence From Pakistan
Published by: Kishore Ghosh
  • Posted:May 15, 2025 9:30 am
  • Updated:May 15, 2025 9:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অপারেশন সিঁদুরে মার খাওয়ার পর বালোচিস্তান হাতছাড়া! বুধবার স্বাধীন বালোচিস্তান ঘোষণা করলেন বালোচ বিদ্রোহের অন্যতম নেতা মীর ইয়ার বালোচ। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, ইসলামাবাদ এই অঞ্চলে কয়েক দশক ধরে অত্যাচার চালাচ্ছে, প্রশ্ন তুলে গুম হয়ে গিয়েছে সাধারণ মানুষ, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর পাকিস্তানের রক্তচক্ষুকে মানবে বালোচিস্তানের মানুষ। মীর বালোচ এই ঘোষণাকে দেশের ‘সাধারণ মানুষের রায়’ বলেছেন। এরপরেই সোশাল মিডিয়ায় ট্রেন্ড ‘স্বাধীন বালোচিস্তান’।

এক্স হ্যান্ডেলের বার্তায় ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়েছেন বালোচ নেতা মীর ইয়ার বালোচ। তিনি লিখেছেন, “সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের পতন হবে। আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগির হবে। আপাতত আমরা আমাদের স্বাধীনতার দাবি জানাচ্ছি। ভারতকে অনুরোধ করছি যেন বালোচিস্তানে তারা সরকারি অফিস খোলে এবং আমাদেরও দিল্লিতে দূতাবাস খোলার অনুমতি দেওয়া হয়।” রাষ্ট্রসংঘের কাছেও স্বাধীন বালোচিস্তানের স্বীকৃতি এবং এই বিষয়ে আলোচনা সভার দাবি করেন বালোচ নেতা।

Advertisement

মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্টে দেখা গিয়েছিল বালোচিস্তানের সাধারণ মানুষের হাতে ভারত ও বালোচিস্তানের বন্ধুত্বের বার্তার পোস্টার। ওই পোস্টের সঙ্গে মীর ইয়ার বালোচ লিখেছিলেন, “গণতান্ত্রিক প্রজাতন্ত্র বেলুচিস্তানের জনগণ ভারতের জনগণের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানাচ্ছে। চিন পাকিস্তানকে সাহায্য করছে, কিন্তু বালোচিস্তান এবং এর জনগণ ভারতের সরকারের পাশে।” সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকেও বার্তা দেন বালোচ নেতা। তিনি লেখেন, “প্রিয় নরেন্দ্র মোদিজি, আপনি একা নন, আপনার প্রতি ৬ কোটি বালোচ দেশপ্রেমিকের সমর্থন রয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement