ফাইল ফটো
সুকুমার সরকার, ঢাকা: অসুস্থ নেত্রী খালেদা জিয়া। দ্রুত চিকিৎসার প্রয়োজন তাঁর। তাই তাঁকে মুক্তি দেওয়া হোক। এমনটাই দাবি তুলল বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা। তাঁকে জেলমুক্ত করতে মরিয়া বিএনপি।
[‘জামাতের সঙ্গে সম্পর্ক নেই’, জানালেন খালেদার ব্রিটিশ আইনজীবী]
শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। সেখানেই দলনেত্রীর মুক্তির দাবি জানান তিনি। সাংবাদিকদের আলমগির বলেন, “আমরা এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে তাঁর অসুস্থতার বিষয়ে কিছুই জানতে পারিনি। সব স্বৈরশাসকরা বিরোধী দলের নেতাদের নিঃশেষ করার জন্য যে প্রক্রিয়া চালায়, আমাদের আশঙ্কা বেগম জিয়ার সঙ্গেও সরকার সেটাই করতে চলেছে। আমরা তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।যাতে তাঁর চিকিৎসা করানো যায়।”
এদিন বিএনপি মহাসচিব আরও অভিযোগ জানান, পরিকল্পিতভাবে বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে হাসিনা সরকার। তাঁর বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্র চলছে। তাই খালেদাকে দেশ থেকে বাইরে পাঠাতে হবে। এদিন পরোক্ষে খালেদার প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলেও ইঙ্গিত দেন বিএনপি নেতা।
[আরও বিপাকে খালেদা, হত্যা মামলায় স্থগিতাদেশ খারিজ সুপ্রিম কোর্টের]
উল্লেখ্য, চলতি বছরই ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলায় পাঁচ বছর জেলের সাজা হয়। অনাথ শিশুদের সাহায্য করার উদ্দেশ্যেই বিদেশ থেকে পাঠানো ২ কোটি ১০ লক্ষ ৭১ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করার অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমান-সহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় দোষী সাব্যস্ত হন খালেদা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.