সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সৃষ্টি তিক্ততার ফলে তৈরি হয়েছে টানাপোড়েন। এর মধ্যেই কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গলায় শোনা গেল অন্য সুর। নিজেদের অভিযোগে অটল থেকেও তাঁর দাবি, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে তাঁরা এখনও প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিক কী বলেছেন ট্রুডো (Justin Trudeau)? মন্ট্রিলে এক সাংবাদিক সম্মেলনে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”ভারত এক ক্রমবর্ধমান আর্থিক শক্তি এবং গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক খেলোয়াড়। গত বছরে হওয়া ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ হিসেবেই আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার বিষয়ে অত্যন্ত সিরিয়াস।”
কানাডার নাগরিক খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতীয়দের (India) হাত থাকতে পারে এমন দাবি এর আগে করতে দেখা গিয়েছে ট্রুডোকে। দেশের সংসদে দাঁড়িয়ে তিনি এমনটাই বলেছিলেন। এই দাবির পক্ষে প্রমাণ মিলেছে বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী। তার পর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ট্রুডোর মুখেই দুই দেশের সম্পর্ক মজবুত করার কথাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
তবে সেই সঙ্গে আগের প্রসঙ্গেও বক্তব্য রেখেছেন ট্রুডো। জানিয়েছেন, ”একই সময়ে, স্পষ্টতই, এক আইনের শাসনাধীন দেশ হিসাবে, আমাদের জোর দিতে হবে যাতে ভারত কানাডার সঙ্গে কাজ করে। এবং আমরা এই বিষয়ে সম্পূর্ণ তথ্য পেতে পারি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.