ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন একটা ‘ঠান্ডা যুদ্ধে’র পরিস্থিতি তৈরি হয়েছে। এমনই আশঙ্কা প্রকাশ করতে দেখা গেল চিনের (China) প্রেসিডেন্ট শি জিনপিংকে। এসসিও বৈঠকে (SCO regional summit) ভারচুয়াল ভাষণ দেওয়ার সময় এই বিষয়েই কথা বললেন তিনি।
জিনপিং বলেছেন, ”আমাদের অবশ্যই বহিরাগত শক্তিগুলির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, যা ঠান্ডা যুদ্ধের সম্ভাবনাকে উসকে দিতে পারে এবং অঞ্চলে সংঘাত সৃষ্টি করে। কোনও দেশ যগি অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে চায় তার প্রতিবাদ করতে হবে।”
এদিন চিনা প্রেসিডেন্ট এসসিও বৈঠকের সদস্য দেশগুলিকে অনুরোধ করেন, পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করতে। মনে করিয়ে দেন, শান্তি, উন্নয়ন ও সহযোগিতার মধ্য দিয়ে দু’জনেরই জেতার সম্ভাবনাকে জোরদার করার ঐতিহাসিক ধারা অপরিবর্তনীয়। উল্লেখ্য, চিন এই কথা বললেও সাম্প্রতিক অতীতে ভারতের বিরুদ্ধে চিনা আগ্রাসন অবশ্য়ই অন্য কথা বলছে। বারবার বৈঠক করেও নিয়ন্ত্রণরেখায় শান্তি এখনও ফেরানো যায়নি। যদিও ভারত বারবার জানিয়ে দিয়েছে, ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। কেউ এদেশের সূচ্যগ্র ভূমিও দখল করতে পারবে না।
উল্লেখ্য,ভারচুয়াল মাধ্যমে আয়োজিত এই সম্মেলনে যোগ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif), চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.