Advertisement
Advertisement
Balochistan

প্রথম হিন্দু মহিলা হিসাবে নজির, বালোচিস্তান প্রশাসনে উচ্চপদে কশিশ চৌধুরী

মাত্র ২৫ বছর বয়সেই নজির বালোচিস্তানের মেয়ের।

First Hindu woman to be Assistant Commission of Balochistan
Published by: Anwesha Adhikary
  • Posted:May 14, 2025 12:18 pm
  • Updated:May 14, 2025 12:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ২৫ বছর। এই বয়সেই ইতিহাস গড়লেন বালোচিস্তানের কশিশ চৌধুরী। সংখ্যালঘু হিন্দু হিসাবে বালোচিস্তানের পাবলিক সার্ভিস কমিশনে পাশ করলেন তিনি। বালোচিস্তানের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে কাজ করবেন কশিশ। তাঁর এই সাফল্য বালোচিস্তানের মহিলা এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়-উভয় পক্ষের কাছেই বিরাট অনুপ্রেরণা।

ব্যবসায়ী গিরিধারী লালের কন্যা কশিশ। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি তাঁর লক্ষ্য ছিল বালোচিস্তানের মহিলা এবং প্রান্তিক মানুষের জন্য কাজ করবেন। সেই লক্ষ্যেই চাগাই জেলার নোশকি শহরের কশিশ প্রস্তুতি নেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য। অবশেষে সাফল্য মিলেছে। পরীক্ষায় পাশ করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছেন কশিশ। তাঁর এই সাফল্যের খবরে অভিনন্দন জানিয়েছেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। কশিশকে বালোচিস্তান-সহ গোটা দেশের গর্ব বলে অভিহিত করেছেন তিনি।

Advertisement

উল্লেখ্য, অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে স্বাধীন বালোচিস্তানের স্বপ্ন বুনতে শুরু করেছে সেখানকার জনগণ। ১৯৭১ সালে ঠিক যেভাবে পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বাংলাদেশ হয়েছিল, একইভাবে এবার পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বালচিস্তান দেশ গঠিত হতে চলেছে বলে জানিয়েছেন বালোচ আমেরিকান কংগ্রেসের (বিএসি) সভাপতি তারা চাঁদ। নিজেদের স্বাধীন ঘোষণা করে এক্স হ্যান্ডেলে বালোচ লিবারেশন আর্মির প্রকাশ করা হামলার ভিডিও-সহ বার্তা দেন বিখ্যাত সাহিত্যিক মির ইয়ার বালোচও। অন্যদিকে, বালোচ লিবারেশন আর্মির দাবি, বালোচ ভূখণ্ডের ৩০ শতাংশ তারা দখল করতে পেরেছে। তবে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে এখনও লড়াই চালাচ্ছে বালোচ আর্মি। এহেন পরিস্থিতিতে হিন্দু নারী কশিশের সাফল্য অন্য মাত্রা যোগাবে বালোচিস্তানের সামাজিক পরিস্থিতিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement