সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে রক্তাক্ত আমেরিকা। কলোরাডোর শপিং মলে গুলির লড়াইয়ে মৃত ১। আহত ৩। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার সকালে কলোরাডোর সিটাডেল শপিং মলে এই ঘটনা ঘটে। বড়দিন উপলক্ষ্যে স্বাভাবিকভাবেই ভিড় উপচে পড়েছিল সেখানে। সাধারণ মানুষের কেনাকাটার মাঝেই হঠাৎ করে গুলির লড়াই শুরু হয় দুই দলের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলোরাডো স্প্রিং থানার পুলিশ।
এই বিষয়ে পুলিশ জানিয়েছে, দুই দলের গুলির লড়াইয়ে আহত হয়ে ঘটনারস্থলেই এক ব্যক্তি প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমবেশি চোট পেয়েছেন অন্য আরেক মহিলাও। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় তাঁরা জড়িত কি না তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। মলটি বন্ধ করে দেওয়া হয়েছে।<
#BREAKING : Gunfire erupts at a Colorado mall on Christmas Eve, one dead, three injured#Colorado #citadelmall #Shooting #Gunfire #Shooter #Christmas2023 #activeshooter pic.twitter.com/1XUzPbSJ4P
— mishikasingh (@mishika_singh) December 25, 2023
/p>
বলে রাখা ভালো, চলতি মাসেই আমেরিকার লাস ভেগাস শহরের নেভাদা ইউনিভার্সিটিতে হামলা চালায় এক বন্দুকবাজ। বিশ্ববিদ্যালয় চত্বরে হাজির পড়ুয়াদের লক্ষ্য করে আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে হামলাকারী। গুলির আঘাতে লুটিয়ে পড়েন জনা চারেক পড়ুয়া। পালটা পুলিশের গুলিতে নিকেশ হয় হামলাকারী। এহেন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.