Advertisement
Advertisement
Khawaja Asif

‘সিন্ধুর জল আটকালে ভারতে আক্রমণ করবে পাকিস্তান’, হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদি নির্বাচনী ফায়দা তুলতেই 'নাটক' করছেন এমন কটূক্তিও করেন আসিফ খাজা।

Khawaja Asif attacks India on Indus river issue
Published by: Biswadip Dey
  • Posted:May 3, 2025 11:04 am
  • Updated:May 3, 2025 11:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দিন আগে তাঁর এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। এবার ফের নয়াদিল্লির বিরুদ্ধে বিষোদ্গার করে হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁর হুঁশিয়ারি, ভারত যদি সিন্ধু জলচুক্তি বাতিল করে তাহলে পাকিস্তান ভারতে হামলা করবে।

পাক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”সিন্ধু নদের উপরে যে কোনও ধরনের নির্মাণকাজ সিন্ধু জলচুক্তির লঙ্ঘন এবং তা পাকিস্তানের স্বার্থের পরিপন্থী বলেই ধরা হবে।” তাঁর মতে, আগ্রাসন মানে কেবলই গোলাগুলি চালানো নয়। এর আরেক রূপ হল জল বন্ধ করে দেওয়া, যা তৃষ্ণার কারণে মৃত্যুকেও ডেকে আনতে পারে। এরপরই তিনি হুমকি দেন, যদি ভারত তেমন কোনও নির্মাণকাজ করতে যায় তাহলে পাকিস্তান সেই প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দেবে। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ভারত একতরফা ভাবে এমন কাজ করতে পারবে না। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে এর প্রতিবাদ করবে। তাঁর দাবি, মোদি সরকার পহেলগাঁও নিয়ে তাদের অভিযোগের সমর্থনে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে নির্বাচনী ফায়দা তুলতেই ‘নাটক’ করছেন এমন কটূক্তিও করতে দেখা যায় তাঁকে।

Advertisement

উল্লেখ্য, খাজা আসিফকে সম্প্রতি প্রশ্ন করা হয়, পাকিস্তান যে দীর্ঘ সময় ধরে সন্ত্রাসকে মদত দিয়ে চলেছে তা তিনি অস্বীকার করতে পারেন কিনা। জবাবে খাজা জানিয়েছিলেন, “সন্ত্রাসবাদকে অর্থ ও মদত দেওয়ার মতো ঘৃণ্য কাজ গত তিন দশক ধরে করে এসেছি আমরা।” একই সঙ্গে তিনি বলেন, “এই কাজ পাকিস্তান করেছে, আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিমের দেশগুলির জন্য। এটা আমাদের ভুল ছিল। যার ফল আমাদের ভুগতে হচ্ছে।” তাঁর এহেন মন্তব্যের পরই খাজার এক্স হ্যান্ডল ব্লক করে দেওয়া হয় ভারতে। কিন্তু এবার পাক সংবাদমাধ্যমে ফের ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement