ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতির পরও ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের ঝাঁজ প্রশমিত হয়নি। পাক দূতাবাসের আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল নয়াদিল্লি। এবার পাকিস্তানও ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের এক কর্মীকে একই নির্দেশ দিল। বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করে একথা জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ”পাকিস্তান সরকার ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের এক কর্মীকে অনাকাঙ্ক্ষিত হিসেবে ঘোষণা করেছে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে।” সেই সঙ্গে এও জানানো হচ্ছে, পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকেও পাক বিদেশ মন্ত্রকে ডেকে পাঠানো হয়েছিল একথা জানানোর জন্য। ওয়াকিবহাল মহলের মতে, ভারতের সিদ্ধান্তের ‘বদলা’ নিতেই তড়িঘড়ি এমন পদক্ষেপ করেছেন পাকিস্তান।
প্রসঙ্গত, মঙ্গলবারই ভারত সরকারের তরফে জানানো হয়, পাক দূতাবাসের অভিযুক্ত আধিকারিক তাঁর সরকারি পদের বাইরের কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন। তাই তাঁকে ‘পার্সোনা নন গ্রাটা’ হিসাবে ঘোষণা করা হয়েছে। ওই আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে এ সংক্রান্ত নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে ২৪ ঘণ্টার মধ্যে কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়াটা ভারত-পাক সংঘাতের আবহে নতুন মোড় যোগ করতে পারে বলেই মনে করা হচ্ছিল। এই পরিস্থিতিতে একই ভাবে ভারতীয় দূতাবাসের কর্মীকে অভিযুক্ত করাটা আদতে পাকিস্তানের ‘কূটনৈতিক চক্রান্ত’ বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর প্রথম ভারত সরকারের পাকিস্তানের বিরুদ্ধে যে পাঁচদফা কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করে, সেই পাঁচ দফার স্ট্রাইকের মধ্যে দূতাবাসের অধিকাংশ কর্মীকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি হিসাবে ঘোষণা করে তাঁদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এর পর ভারত সরকার অপারেশন সিঁদুর শুরু করে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি পাক জঙ্গিঘাঁটি। নিকেশ হয় শতাধিক জেহাদি। যার জেরে দুদেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.