সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এক্ষেত্রেও খানিকটা তেমনই হল। ঠেলায় পড়েই ফের ভারতের কাছে মাথা নোয়াতে বাধ্য হল পাকিস্তান। নিষেধাজ্ঞা তুলে নিয়ে ভারত থেকে ফের জীবনদায়ী ওষুধ আমদানি শুরু করল ইমরান খানের দেশ। ভারতের সঙ্গে সমস্তরকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পর থেকেই চরম বিপাকে পাকিস্তান। দেশের একাধিক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেহাল অবস্থা চিকিৎসাক্ষেত্রেরও। হাসপাতালে অসুস্থ রোগীরা ওষুধ পাচ্ছেন না। তাই একপ্রকার বাধ্য হয়েই ভারতের কাছ থেকে জীবনদায়ী ওষুধ কেনার উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল পাকিস্তান।
ভারত কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর একপ্রকার মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। বিভিন্ন আন্তর্জাতিক মহলে দরবার করেও লাভ হয়নি। কিছুদিন আগে তাই মরিয়া হয়ে ইমরান খান ঘোষণা করেন, কাশ্মীর নিয়ে ভারত সরকারের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্কে ইতি টানবে। ভারতের সঙ্গে সমস্তরকম বাণিজ্যিক সম্পর্কের উপরও নিষেধাজ্ঞা জারি করেন পাক প্রধানমন্ত্রী। এমনকী, ফেরত পাঠিয়ে দেওয়া হয় ভারতের রাষ্ট্রদূতকেও। ভারত অবশ্য পাকিস্তানের এই সিদ্ধান্তকে তুলোধোনা করে। ইসলামাবাদের এই সিদ্ধান্তকে হঠকারী সিদ্ধান্ত বলে কটাক্ষ করে নয়াদিল্লি।
ইমরানের সেদিনের সিদ্ধান্ত যে হঠাকারীই ছিল তা প্রমাণিত হয়ে গেল সোমবারই। আসলে, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হওয়ায় ভারতের তেমন ক্ষতি না হলেও সীমান্তের ওপারে ত্রাহি ত্রাহি রব উঠেছে। জীবনদায়ী ওষুধের অভাবে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। তাই একপ্রকার বাধ্য হয়ে সোমবার পাকিস্তানের শিল্প দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি হয়েছে। যাতে ভারত থেকে জীবনদায়ী ওষুধ আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। এখন ওষুধ ব্যবসায়ীরা চাইলেই ভারত থেকে জীবনদায়ী ওষুধ পাকিস্তানে আমদানি করতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.