সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বৈরতন্ত্রের লৌহ বেষ্টনীতে মোড়া দেশ উত্তর কোরিয়ার প্রসঙ্গ উঠলে চোখের সামনে ভেসে উঠে অত্যাচারে বেঁকে যাওয়া অভুক্ত একদল মানুষের কথা। কমিউনিস্ট দেশটির যুদ্ধবাজ রাষ্ট্রনেতা কিম জং উনের সামরিক আস্ফালন ও অপচয়ের ফল ভোগ করতে হচ্ছে সে দেশের জনগণকে। এই অত্যাচার থেকে মুক্তি পেতে জন্মভূমি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হলেন যুবতী ইওনমি পার্ক। তাঁর মুখে উত্তর কোরিয়ার নারকীয় অবস্থার বর্ণনা শুনে কেঁপে উঠেছে বিশ্ব।
মানবাধিকার কর্মী হিসেবে উত্তর কোরিয়ার একনায়কতন্ত্রের ভয়াবহ রূপ তুলে ধরেছেন পার্ক। ‘ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিট’ নামের একটি অনুষ্ঠানে তিনি বলেন, কমিউনিস্ট দেশটিতে ইন্টারনেট, ফোন কল, বই ও গানের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও শৈশবে তাঁর চোখের সামনেই ধর্ষণ করা হয় তাঁর মাকে। হলিউডের সিনেমা দেখার অপরাধে হত্যা করা হয় তাঁর বন্ধুর মাকে। শুধু তাই নয়, অনুমতি ছাড়া অন্তর্দেশীয় ফোন কল করলেও নির্বিচারে হত্যা করা হয় দেশটিতে। এবার বিশ্বের সামনে এই বর্বরতার ছবি তুলে ধরতে চান মানবাধিকার কর্মী পার্ক। ইতিমধ্যে তাঁর বক্তৃতার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.