Advertisement
Advertisement
Ketchup

টমেটো সস দেখে হাড়হিম হয়ে যায়! দর দর করে ঘামেন, কোন রোগে আক্রান্ত তরুণী?

একবার সসের গন্ধে রীতিমত অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

Woman's Ketchup Phobia Makes Her
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 22, 2025 5:23 pm
  • Updated:February 22, 2025 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুচমুচে পকোড়া হোক কিংবা গরম ধোঁয়া ওঠা চাউমিন, একটু টমেটো সস না হলে ঠিক জমে না। কিন্তু সেই লাল টকটকে সস দেখেই হাড়হিম হয়ে যায় এক ব্রিটিশ তরুণীর। সসের বোতলের দিকে তাকাতে পারেন না তিনি। গলা শুকিয়ে আসে, গায়ে কাঁটা দেয়। মাঝে মাঝে তো এত ভয় লাগে যে জ্ঞান হারানোর জোগাড় হয়। কিন্তু কেন এমন হয় লে উডম্যান নামে ওই তরুণীর? কোন রোগে আক্রান্ত তিনি?

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে লে জানান, “আমি সসের বোতলের দিকেও তাকাতে পারি না। কারণ আমার প্যানিক অ্যাটাক হয়।” তাঁর এই ভয় দেখে অনেকেই ভাবেন তিনি হয়তো নাটক করছেন। এনিয়েও আত্মীয়-স্বজনদের কাছেও প্রবল অস্বস্তিতে পড়তে হয়। কোনওদিন হয়তো কোনও অনুষ্ঠানে গিয়েছেন। খাবারের সঙ্গে পরিবেশন করা হচ্ছে সস। ব্যাস ওই দেখে আত্মারাম খাঁচা হয়ে যায় লের। কান গরম হয়ে গিয়ে দর দর করে ঘামতে থাকেন। কাউকে গান পয়েন্টে রাখলে যেমন অবস্থা হবে তাঁরও ভয়ে এমনটাই হয়। 

Advertisement

লে আরও জানান, একবার সসের গন্ধে রীতিমত অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। কোনওভাবে যদি রান্নাঘরের কোনও বাসনে এক ফোঁটা সসও পড়ে যায় লে সেগুলো সব বাড়ি থেকে ফেলে দেন। সেগুলো আর ব্যবহার করেন না। জানা গিয়েছে, ‘মর্টুসেকুসফোবিয়া’ নামে একটি রোগে আক্রান্ত লে। এতে টমেটো সসের লাল রঙ দেখে রক্ত মনে হয়। কবে কীভাবে, কবে থেকে ভীতি তৈরি হল তা লে জানেন না। এবিষয়ে তিনি চিকিৎসকের পরামর্শ নেন। কিন্তু সস দেখে এখনও ভয়ে বুক কেঁপে ওঠে এই ব্রিটিশ তরুণীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement