শংকর কুমার রায়, রায়গঞ্জ: ছাত্র মৃত্যুর প্রতিবাদে ইসলামপুরে বিজেপির বাংলা বনধের উত্তাপ কাটতে না কাটতেই ফের গুলি চলল চোপড়ায়। সাতসকালে বাড়ির অদূরেই দুষ্কৃতীর গুলিতে জখম প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ভাই। আক্রান্তের নাম জমিরুদ্দিন ইসলাম (৩৮)। তাঁকে তড়িঘড়ি স্থানীয় দলুয়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পায়ে ও হাতে গুলি লেগেছে তাঁর। সেখানে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার মাঝিয়ালি এলাকার তিন নম্বর হাঁসখালি গ্রামে।
এদিকে গুলি চালানোর ঘটনায় ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আক্রান্তের দাদা প্রাক্তন পঞ্চায়েত প্রধান নইমুল ইসলামের অভিযোগ, পঞ্চায়েতের বর্তমান প্রধান হামিদুর রহমানের নির্দেশেই গুলি চলেছে। হামিদুর রহমানের অনুগামীরা দুটি বাইকে চেপে এসে খুব কাছ থেকে ভাইকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায়। বাড়ির অদূরেই আচমকা আক্রমণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জমিরুদ্দিন। প্রতিবেশীরা গুলির আওয়াজে ঘটনাস্থলে পৌঁছে দেখেন আক্রান্ত যুবক কাতরাচ্ছেন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুষ্কৃতীদের কাউকেই ধরা যায়নি. গুলি চালানোর সঙ্গেসঙ্গেই বাইকে চেপে এলাকা ছাড়ে দুষ্কৃতীদর দল।
এদিকে নইমুল ইসলামের অভিযোগ মানতে চাননি এলাকার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। তাঁর দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের কোনও খবর নেই। দলীয় কর্মীরা নিজেদের মধ্যে হামলা করবেন না। বাইরের কেউই গুলি চালিয়েছে। পুলিশ তদন্ত করে দেখবে। এদিকে গুলি চালানোর খবর পেয়েই পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এসডিপিও সোমনাথ ঝা। দুষ্কৃতীদের নাগাল পেতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে।
এই প্রসঙ্গে জেলার এসপি সুমিত কুমার জানা, চোপরায় গুলি চালানোর খবর এসেছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। তবে পাঁচ রাউন্ড গুলির প্রসঙ্গ উড়িয়ে তাঁর দাবি, একটি গুলি চলেছে। তবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও তৃণমূলের অন্দরের কোন্দল ফের প্রকাশ্যে। ভাইয়ের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন নইমুল ইসলাম গোষ্ঠীর লোকজন। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি বর্তমান পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.